খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:২০
আকাশ এত মেঘলা, জীবনে যদি দীপ, মরমীয়া তুমি, পাষাণের বুকে, ও আকাশ প্রদীপ, জানি একদিন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি। এই গান গুলো শুনেনি এমন মানুষ খুব কম দেখা যাবে। ভালবাসার মানুষকে খুশি করতে বা রাগ ভাঙাতে এই গান গুলোর আশ্রয় নিয়ে থাকেন ভক্তরা।
সতীনাথ মুখোপাধ্যায় (৭ জুন ১৯২৩ - ১৩ ডিসেম্বর ১৯৯২) একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি আধুনিক বাংলা গান, নজরুল সংগীত ও গজল শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই সতীনাথ সংগীতানুরাগী ছিলেন ও শাস্ত্রীয় সঙ্গীত, ধ্রুপদ-ধামার-টপ্পা শেখেন। তার ঠাকুরদা রামচন্দ্র বেহালা বাজাতেন ও বাবা তারকদাস গান গাইতেন। তবে কেউ পেশাদারি ছিলেন না। কলকাতায় এসে পড়া বাদ দিয়ে সতীনাথ চিন্ময় লাহিড়ীর কাছে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেন। কর্মজীবনে যোগদান করেন কলকাতার অ্যাকাউন্টেন্স জেনারেল (এজি বেঙ্গল) এ।
১৯৯২ সালের ১৩ ডিসেম্বর সতীনাথ মুখোপাধ্যায় কলকাতায় পিজি হাসপাতালে বক্ষ ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত