খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে ছয় জনের প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ১০:১৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৫

খেলা দেখতে গিয়ে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। এ ঘটনা ঘটে ক্যামেরুনে। এদিন দেশটির একটি স্টেডিয়ামে আফ্রিকা কাপ অব নেশন্সের খেলা চলছিল। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, রাজধানী ইয়াওউন্দের পল বিয়া স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছেন ফুটবল ভক্তরা। এপি নিউজ জানিয়েছে, ক্যামেরুনের মধ্যাঞ্চলের গর্ভনর নাসেরি পল বিয়া বলেছেন, এ ঘটনায় আরও হতাহত হয়ে থাকতে পারে।

আরেকটি রিপোর্টে বলা হয়েছে, বেশ কিছু শিশু জ্ঞান হারিয়েছিল ঘটনার সময়। ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬০ হাজার। কিন্তু কোভিড-১৯ এর বিধিনিষেধের কারণে স্টেডিয়ামে ৮০ শতাংশের বেশি আসনে বসে খেলা দেখার অনুমতি ছিল।

ম্যাচ অফিসিয়ালরা জানিয়েছেন, প্রায় ৫০ হাজার মানুষ স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিলেন। এর ফলে প্রবেশপথে হুড়োহুড়িতে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।

বিবিসি আফ্রিকার প্রযোজক নিক ক্যাভেল ওই ম্যাচে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, প্রচণ্ড ভিড়ের কারণে ঘটনাটি সামাজিক মাধ্যমে আসার আগ পর্যন্ত তেমন একটা জানা যায়নি।

তিনি বলেন, স্টেডিয়ামের প্রবেশপথে ওই ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ছিল বহু জুতা ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্যাদি। আহতদের অনেকের অবস্থাই সংকটাপন্ন বলে জানা গেছে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে বলেছে, তারা ঘটনাটি সম্পর্কে অনুসন্ধান করে বিস্তারিত জানার চেষ্টা করছে।

এদিকে বাইরে এমন ঘটনা সত্ত্বেও ক্যামেরুন ও কমোরসের মধ্যকার খেলাটি চলেছে, যেখানে স্বাগতিক ক্যামেরুন ২-১ গোলে বিজয়ী হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত