খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা অবশেষে মারা গেছেন। বুধবার সকাল পৌনে ৭ টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বোয়িং মোল্লার বড় ভাইয়ের ছেলে সালাউদ্দিন মোল্লা বুলবুল বলেন, মঙ্গলবার ভোর রাতে তার চাচা বোয়িং মোল্লার অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেন। বুধবার সকালে সেখান থেকে তার মৃত্যুর সংবাদ সকাল পৌনে ৭ টার দিকে জানান। এরপর পুলিশের কাছে সংবাদ দিলে তারা চাচার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যান। চিকিৎসকরা দেরি করে আসায় ১০টা পর্যন্ত তার ময়নাতদন্ত করা সম্ভব হয়নি।
খুলনা থানার অফিসার ইনচার্জ বলেন, মৃত্যুর সংবাদ শুনে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তার মাথায় এবং ঘাড়ে দু’টি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাথার আঘাতে তার মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন। মঙ্গলবার রাতে তার ছোট ভাই মো: আব্দুল্লাহ খুলনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে হামজা কেরাম টুর্নামেন্ট দেখতে যান বোয়িং মোল্লা। এখান থেকে রাত সাড়ে ১০ টার দিকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি বর্ষণ করে। গুলির হাত থেকে তিনি প্রাণে বেঁচে গেলেও সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এবং ঘাড়ে আঘাত করে। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা জানান চিকিৎসকরা। সেখান থেকে পুনরায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। দীর্ঘ ৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত