খুকু হাসে

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১১:০৬ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৬

মোঃ তাইফুর রহমান
-------------------------

খুকু হাসে ভালো লাগে
কি যে ঢং করে 
মধুমাখা কথা শুনে 
সুখে মন ভরে।

চঞ্চল খুকু মণি
হাসি তার মুখে 
ভালোবাসি তাকে খুব
টেনে নেই বুকে।

সারাদিন ব্যস্ত যে
করে শুধু খেলা
আনন্দে খুকুমণি
কাটায় যে বেলা।

কত আছে খেলনা
সাথে নিয়ে থাকে
ক্ষিধে পেলে খুব জোরে
ডাকে তার মাকে।

খুকুমণি রাগে যেই
পায় সবে ভয়
কিছু পরে আবার সে
শান্ত যে হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত