খুকির অগ্রিম ঈদ 

  আশিক রাসেল 

প্রকাশ: ১২ মে ২০২১, ১২:০২ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৫২

খুকি অনেক খুশি 
ঈদ এসেছে তাই
     এবার ঈদে নতুন জামা
      দেবে তার বড় ভাই। 
ঈদের খুশি মাখছে মনে
বান্ধবী সকল আয়
        দেখনা কত্ত সুন্দর জামা 
         কিনেছে আমার ভাই। 
বান্ধবীরা সব খুশি অনেক 
খুকির সাথে সাথে 
         মজার মজার গপ্পো করে
         খোলা মাঠের তরে। 
খুকি এখন বিদায় জানাই 
 বান্ধবী তোরা এখন যা 
          তোদের আগের জানিয়ে দিলাম 
          ঈদের অগ্রিম শুভেচ্ছা। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত