খাল হতে ৬৬ লাখ টাকা উদ্ধার! 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১২:২৭ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯

শীতের শুরুতে রাস্তার পাশের খাল-বিলে পানি শুকিয়ে এলে মাছ পাওয়া যায়। এটা তো জানি, কিন্তু লাখ লাখ টাকাও পাওয়া যায়, এমনটি শুনেছেন কেউ! এবার তাই হলো।

লালমনিরহাট শহরের জেল রোডে একটি খাল থেকে ১০০০ টাকা নোটের ৬৬টি বান্ডিলে ৬৬ লাখ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার ১৭ নভেম্বর রাতে সদর থানা পুলিশ এ টাকা উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকার বান্ডিলের ওপর 'লাকি কুপন', 'সাথী কুপন', 'ভাগ্য বদল' ইত্যাদি লেখা চিরকুট আছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত টাকাগুলো জাল। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।

পুলিশ সূত্র জানায়, ওই খালে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরার সময় টাকার বান্ডিলগুলো দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ সেখানে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত