খাল থেকে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৭ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৯:৩২
বাগেরহাটের রামপালে খাল থেকে (৫৭) বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্দার করেছে পুলিশ । শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রামপাল উপজেলার দূর্গাপুর খাল থেকে মেরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া মরদেহটির গায়ে লালশার্ট ছিল, কিন্তু পরনে কোনো কাপড় ছিল না। তার মুখে দাড়ি ছিল। মরদেহের শরীরে কোনো আঘাতে চিহ্ন ছিল না বলে জানিয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুদ্দিন।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, বাগেরহাটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় শনাক্ত করতে পিবিআই কাজ শুরু করেছে। নিহতদের মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত