খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় যুবনেতা ফারুকের দোয়া মাহফিল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ মে ২০২১, ১৯:৫২ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৫

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার বিকালে শহরের বড়গোলা টিনপট্টি এলাকায় বগুড়া জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুকের সার্বিক তত্ত্বাবধানে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা সহ অসুস্থ সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে ৪ ও ৫ নং ওয়ার্ডের সাবেক যুবদলের নেতৃবৃন্দের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

দোয়া মাহফিলে বগুড়া জেলাযুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  মাসুদ রানা মাসুদ,  জুম্মান আলী শেখ,  জাফরুল আলম জিতু, রুহুল আমিন, মোমিনুল ইসলাম মমি, সঞ্জয় কুমার রায়, শুভ শাহা, মইনুল ইসলাম পিয়াস, মোমিন আকন্দ, আব্দুলাহ আল রাজিব, ,নুর মোহাম্মদ রাঙা, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, সোহাগ, শাফী, আমিনুল, বিপ্লব, মির্জা মোনা, রানা, মাহাতাব হোসেন সোহাগ, কাকন, আপেল মাহমুদ, মানিক সরকার, আকরাম, ছাত্রনেতা সামছুদোহা পাভেল, এসএম রাঙ্গা  মেহেদী, রকি, আলামিন, শাহীন, হাকিম শফিকুল, রিপন, আদেল, আহসান, আবু জাফর গাফেরী, ফাইম, জেমস, নাজিম, সাব্বির, পিয়াল, সম্রাট, পায়েল, সুফল, সবুজ, লিখন, সাগর, নজরুল, রতন, আতিকুর, রানা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত