খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১২:১৩ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৭ এপ্রিল) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে যান তিনি।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সূত্রে জানা গেছে, প্রতি মাসেই খালেদা জিয়ার সঙ্গে নিয়মিত দুই-তিনবার সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। তারই অংশ হিসেবে সোমবার রাতে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন মহাসচিব। সাক্ষাৎতে মহাসচিব তার শারীরিক অবস্থায় খোঁজ-খবর নেন। আর দলের গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত গ্রহণ করে থাকলেও সেটি তাকে জানান।

নাম না প্রকাশ করার শর্তে খালেদা জিয়ার ব্যক্তিগত একজন কর্মকর্তা বলেন, এটা নতুন কিছু না। দলের পক্ষ থেকে মহাসচিব প্রতি মাসেই দুই-তিনবার ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করেন। এখন তাদের মধ্যে কি নিয়ে আর আলোচনা হবে? ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন মহাসচিব। অন্যদিকে দল বা কোনও ব্যক্তির সম্পর্কে ম্যাডামের কিছু জানার থাকলে সেটি তিনি মহাসচিবর কাছে জানতে চান, এটাই হয়ে থাকে সাধারণত।

সাক্ষাৎতের প্রসঙ্গে জানতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত