খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ধীরে ধীরে উন্নতি হচ্ছে’: ফখরুল
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১৫:৫১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৯
করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ধীরে ধীরে উন্নতি হচ্ছে’ বলে জানিয়েছন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘তাঁর স্বাস্থ্যের অবস্থা ধীরে-ধীরে উন্নতি হচ্ছে। যদিও তার দ্বিতীয় দফা করোনা পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। তবে, তাঁর চিকিৎসকরা আশা করছেন, শিগগিরই করোনা নেগেটিভ হবেন তিনি।’
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপাসন খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সদস্যদের অবহিত করেন। তাঁর স্বাস্থ্যের ক্রমোন্নতিতে সভা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সম্পূর্ণভাবে রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।’
খালেদা জিয়ার সঙ্গে যারা করোনা আক্রান্ত হয়েছেন, তারা সবাই বাসায় আছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের শারীরিক অবস্থাও ভালো। সবাই করোনা নেগেটিভ হয়েছেন। ম্যাডামসহ ৪ জন এখনও করোনা পজিটিভ।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত