খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, কেবিনে স্থানান্তর
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৭ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২০:৫৪
১০ ঘণ্টা করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিনে নেওয়া হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে কেবিনে নেওয়া হয়। এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসকের পরামর্শ খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়।
এ জেড এম জাহিদ হোসেন জানান, আজ সোমবার সকালে মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত দেন। পরে তাঁকে (খালেদা জিয়া) সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
খালেদা জিয়াকে মধ্যরাতে সিসিইউতে নেওয়া হয়েছেখালেদা জিয়াকে মধ্যরাতে সিসিইউতে নেওয়া হয়েছে
খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানা গেছে।
৭৮ বছর বয়সি খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়া, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তাঁর। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।
সর্বশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত