খালেদা জিয়ার শারীরিক অবস্থা আজও স্থিতিশীল: চিকিৎসক
প্রকাশ: ৭ মে ২০২১, ২১:১০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:১৫
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকালের মতো আজও স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (৭ মে) সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গণমাধ্যমকে এসব কথা জানানো হয়। এসময় খালেদা জিয়ার বিদেশ যাওয়ার মতো শারীরিক অবস্থা আছে কী না সাংবাদিকদের প্রশ্নে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ জানান, সরকারের অনুমতির পর সিদ্ধান্ত জানাবে বোর্ড ।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন তার বাসভবন ফিরোজায় আরও আট জন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।
গত সোমবার সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত