খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বাগেরহাটে যুবদলের সমাবেশ

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১৮:৩৯ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১১:০২

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়।

বাগেরহাট জেলা যুবদলের সহ-সভাপতি মো. মাসুদুজ্জামান মাসুদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এ টি এম আকরাম হোসেন তালিম।সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, বাগেরহাট জেলা যুব দলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা তাঁতি দলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, জেলা মাৎসজিবী দলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক এস কে বদরুল আলমসহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অনতি বিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।না হলে আরও কঠিন কর্মসূচির মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে বলে সরকারকে হুশিয়ারি দেন যুবদলের নেতাকর্মীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত