খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির স্মারক লিপি

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ২০:৫৮ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:২১


জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রদানের দাবিতে বাগেরহাটে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২৪নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহীনুজ্জামান নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এসকেন্দার হোসেন,  জেলা বিএনপির সদস্য সরদার ওহিদুল ইসলাম পল্টু, ডা হাবিবুর রহমান, সৈয়দ নাসির আহম্মেদ মালেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, একটি দেশের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়াটা রাজনৈতিক সিস্টাচার বহির্ভুত। এটা অগনতান্ত্রিক ও সৈরাচার সরকারের অবৈধ কার্যক্রমের নমুনা মাত্র। আমাদের মা বেগম খালেদা জিয়াকে সু-চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি  দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে, মায়ের সু-চিকিৎসার ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত