খালেদা জিয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ৮ মে ২০২১, ২০:৫৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৫
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন।
শনিবার ( ৮ মে) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংক্রান্ত নথি আইন মন্ত্রণালয় আমাদের কাছে পাঠালে আমরা দেখবো। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে বেগম জিয়া নতুন পাসপোর্ট পাননি। আজ-কালের মধ্যেই নতুন পাসপোর্ট হাতে পেয়ে যাবেন বলে আশা করছে তার পরিবার। দল ও পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনে যোগাযোগ করা হয়েছে। সেখানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। যুক্তরাজ্য ছাড়াও সৌদি আরব, সিঙ্গাপুর, ব্যাংকক এবং দুবাই দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট দেশের ‘অনুমতি’ দেওয়া হয় কি-না সেদিকে তাকিয়ে আছে দল ও পরিবার।
খালেদা জিয়া গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার শ্বাসকষ্ট অনুভব করায় খালেদা জিয়াকে কেবিন থেকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত