খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির দুই মামলায় অভিযোগের শুনানি সেপ্টেম্বরে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ১১:৪৯ |  আপডেট  : ৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫

১৫ আগস্ট জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৫ই সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নুর এ দিন ধার্য করেন।

আজ বৃহস্পতিবার আদালতের পেশকার শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় অভিযোগ গঠন হয়নি। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন বিচারক।

মামলার অন্য আসামি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মৃত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত