খালেদা জিয়াকে আজ হাসপাতালে নেয়া হতে পারে  

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ১০:৫৮ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, বিকেল তিনটায় তার গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপতালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

৭৬ বছর বয়সি খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে চলতি বছরের ১০ জুন গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। হার্টে রিং পরানোর পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়। ১৫ জুন তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এরপর ২৪ জুন বাসায় ফেরেন বেগম জিয়া। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত