খালেদা জিয়ার সু- চিকিৎসার দাবিতে ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদলের মানববন্ধন
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১০:৩০ | আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০২:২৮
ইতালির জেনোভায় পিয়েচ্ছা কারিকামেন্ত করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে ও আইনগত সকল অনুমোদন নিয়ে মুকুর সরদার ও পলাশ সরদার এর নেতৃত্বে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি, সু চিকিৎসা দাবি জানিয়ে মানববন্ধন করা হয়। সবুজ ঢালীর পরিচালনায় বিএনপি ও যুবদলের সকল নেতৃবৃন্দের একটাই দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক এবং স্থায়ীভাবে কারামুক্তি দেয়া হক, এই সময় উপস্থিত ছিলেন জেনোভা বিএনপি ও যুবদলের সকল নেতৃবৃন্দ, সুজন ঢালী, মিলন ছৌয়াল,আব্দুল্লাহ আল মামুন, আলাউদ্দিন আলো,রুহুল মোল্লা, সজীব ঢালী, আলী হায়দার, মাহফুজ মাহি, রোমান সিকদার, সাইফুল ইসলাম,হৃদয় খান, বাদল চোকদার, আলামিন মৃধা, মিয়া মাসুদ, মনির হোসেন,সহ জেনোভার বিএনপি ও যুবদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
পরিশেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সু-চিকিৎসা ও সুস্থতা কামনা করে, ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়ার পরিবারের সকলের জন্য দোয়া কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত