খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ চাওয়া রিটের শুনানি বুধবার
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১২:৫৯ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:১৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটের শুনানি আগামীকাল বুধবার হবে।
সোমবার (২০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
এতে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ৪০১(১) এর অধীনে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে কোনো আইনি বাধা নেই।
গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। বিএনপি ও তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন জানাচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত