খলিলুর রহমান আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

  স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১৭:৫০ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে খলিলুর রহমান আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১০ মার্চ শুক্রবার বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আউয়াল।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি জিল্লুর রহমান রিপন মৃধার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ এম নাসিরউদ্দিন, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, গ্রামনগর বার্তার বার্তা সম্পাদক কাজী আরিফ, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু,  ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন সরদার, রুমেল শেখ, সাতঘরিয়া স্পুটনিক এসোসিয়েশনের সভাপতি শামীম ফরাজি, সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল বাসার খান প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত