ক‌রোনায় মারা গে‌ছেন কণ্ঠশিল্পী মৃণাল দত্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ০৮:৪১ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিশোরগঞ্জের প্রখ্যাত কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দত্ত (৭৭)।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি জেলা শহরের নীলগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মৃণাল কান্তি দত্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী ছিলেন। তিনি জেলা শহরের স্টেশন রোডের দত্ত স্টুডিওর স্বত্বাধিকারী ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত