ক্ষুধার্ত হাঙ্গেরির সাথে পারল না ফ্রান্স

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২১, ২১:২৯ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৫

আগের ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত লড়াই করেছিল দলটা। সেদিন ক্রিস্টিয়ানো রোনালদো নামের এক অতিমানবের সামনে আর পারেনি। শেষ দশ মিনিটে রোনালদোর দুই গোলে পর্তুগাল ম্যাচ জিতে নিয়েছিল ৩-০ গোলে।

কিন্তু ইউরোতে ফ্রান্স-জার্মানি-পর্তুগালের মৃত্যুকূপ থেকে অন্তত একটা পয়েন্টের জন্য ক্ষুধা তো ছিল হাঙ্গেরির। ক্ষুধার্ত হাঙ্গেরিই আজ ইউরোতে ছোটখাটো অঘটন ঘটিয়ে দিল! তাদের সামনে থেকে আজ আর জিতে যেতে পারল না ফ্রান্স।

অঘটনের প্রকৃতিটা আরও বড় হওয়ারও শঙ্কা ছিল ৬৫ মিনিট পর্যন্ত। ম্যাচে বলের দখল, গোলের সুযোগ সবদিক থেকেই এগিয়ে ছিল ফ্রান্স। কিন্তু বুদাপেস্টের ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামের শতভাগ পূর্ণ গ্যালারির সমর্থনে পুষ্ট হাঙ্গেরির বিপক্ষে প্রথমে পিছিয়েই পড়ে ফরাসিরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত