ক্ষরণ
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ২০:২৫ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৭
ভালোবাসা, মনে রাখা এত সহজ নয়
এর জন্য শঙ্কাতুর হবারও কোনো মানে
নেই। বনভূমি উজাড় হয়ে গেলেও অদৃষ্ট
কাকে ফেরায়?মর্মে বাজে দুঃস্বপ্নের দাহ
বছর শেষ হয়ে গেলেও মানুষের মর্মান্তিক
পরিণতি থেকে মুক্তি নেই।শেষ ট্রেন ধরবে
বলে যারা বেরিয়ে পড়েছিল তারাও মৌন
হয়ে আশ্রয়হীন স্মৃতির প্রকোষ্ঠে পথ ও
দৃশ্যসীমার ওপারে চলে যেতে চায়।
একদিন এ অরণ্য সবার ছিল,বসন্তের
উচ্ছ্বাস ছিল সেদিন।আজকাল কারো
কারো ঘোড়া রোগের কারণে বাগানও
অভিশাপ মাথায় নিয়ে শূন্যতায় বেঁধেছে
ঘর। শত্রুর চোখের আড়ালে থাকা ঢের
ভালো তাতে মনের শুশ্রূষা পোহানো যায়
যতটা অভিমান লুকোনো ছিল তাও আজ
খোলা চিঠির পৃষ্ঠা ধরে ধরে মূর্খের নখের
ডগায় উঠে যেতে থাকে। যতবার মানুষ
মানুষের কাছে যেতে চেয়েছে ততবার
প্রতিশ্রুতি দূরে সরে গ্যাছে! ইচ্ছা বলতে
নিয়তির প্রশ্নসম্ভার,ভিন্ন কররেখা,ছায়াহীন
ঈর্ষার অনল। শীতের সৌন্দর্য বৃক্ষ ও
জলের ম্রিয়মাণ দূরত্বের কথা মনে করিয়ে
দেয়। গ্রহণের কাল বলতে শিল্পিত ক্ষরণ
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত