ক্রিকেট অপারেশনস ছেড়ে দিচ্ছে আকরাম খান, জানালেন স্ত্রী
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১৯:৩৫ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আজ (সোমবার) বিকাল ৪টার পর আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুকে লিখেন, ‘ক্রিকেট অপারেশনস ছেড়ে দিচ্ছে আকরাম খান’। তার এই পোস্টের পরই ক্রিকেট পাড়ায় তোলপাড়- তবে কি সত্যিই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাবেক এই অধিনায়ক? এ ব্যাপারে আকরামের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে তার সহধর্মিণী সাবিনা সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৪ সালে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে নির্বাচিত কমিটিতে প্রথমবার ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব হাতে নেন আকরাম। পরের বছরের অক্টোবরে সতীর্থ নাঈমুর রহমান দুর্জয়ের কাছে চেয়ার হারান তিনি। এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফের ওই চেয়ার ফিরে পান। টানা ৬ বছর ক্রিকেট পরিচালনা বিভাগে দায়িত্ব পালন করার পর এবার সরে দাঁড়াচ্ছেন সাবেক এই অধিনায়ক! গত কিছুদিন ধরে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে অনেক প্রশ্ন। তার আঁচ লেগেছে আকরামের গায়েও।
গত কিছুদিন ধরে আকরামকে না জানিয়েই অনেক সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই ঘটনার পরই আসলে তার এই পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও আকরাম ‘পারিবারিক কারণ’ দেখিয়েই নিজেকে সরিয়ে নিয়েছেন বলে দাবি তার স্ত্রীর।
আকরামের সরে দাঁড়ানো প্রসঙ্গে তার স্ত্রী সাবিনা বলেছেন, ‘এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত। ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকলো আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি পরিবারকে আরও সময় দিক। কিন্তু ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়। এই কারণেই এমন সিদ্ধান্ত।’
আকরামকে ঘিরে সম্প্রতি সমালোচনার শুরুটা করেন সাকিব আল হাসান। ছুটি চাওয়া নিয়ে বিসিবি ও তার বক্তব্যে বিস্তর পার্থক্য ছিল। ওই সময় বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছিলেন, টেস্টে ছুটি চেয়ে পাঠানো তার চিঠি ঠিকমতো পড়েননি অপারেশনস চেয়ারম্যান। এর কয়েকদিন পর গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ক্রিকেট পরিচালনা বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সব মিলিয়ে কিছুটা চাপে ছিলেন আকরাম।
গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে পুরো দল দেশে ফেরার পর ঢাকার বিমান ধরেন আকরাম। তিনি দেশে পৌঁছানোর আগেই পাকিস্তান সিরিজ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হয়ে যায়। টিম ডিরেক্টর সুজনের অধীনে অনুশীলনেও নেমে পড়েন বেশ কয়েকজন ক্রিকেটার। নতুন করে অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনও ভূমিকাতেই ছিলেন না সাবেক এই অধিনায়ক। এমনকি মোহাম্মদ সালাউদ্দিনকে সহকারী কোচ হওয়ার প্রস্তাবের বিষয়েও কিছু জানতেন না তিনি। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের দল গড়া ও কোচিং স্টাফের দায়িত্ব সম্পর্কে অবগত ছিলেন না তিনি। অথচ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হয়ে তারই এই দায়িত্ব সামলানোর কথা।
সব মিলিয়ে গত কিছুদিন চেয়ার থাকলেও নিষ্ক্রিয় অবস্থানে দেখা গেছে আকরামকে। স্বেচ্ছায় সরে দাঁড়িয়ে নিজের মান বাঁচানোর চেষ্টােই করলেন হয়তো সাবেক এই অধিনায়ক!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত