ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় শিশুসহ ৪ জন নিহত
প্রকাশ: ১ এপ্রিল ২০২১, ১০:৩৬ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৫১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস ইনসাইডার।
জানা যায়, গতকাল বুধবার (৩১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত অরেঞ্জ শহরে বন্দুক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। হামলার পর চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্থিতিশীল আছে এবং ‘জনগণের প্রতি এখন কোনো হুমকি নেই।’
পুলিশের দেওয়া তথ্যমতে, যে ভবনে হামলা হয়েছে সেটি মূলত ছোট একটি বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত। উপর থেকে নেওয়া ছবিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকতে দেখা গেছে। এছাড়া তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানায়নি তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত