ক্যারিয়ারের ২৩ বছর, কাকে কৃতজ্ঞতা জানালেন শাকিব খান

  বিনোদন ডেস্ক:

প্রকাশ: ২৯ মে ২০২২, ১০:৩৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:২৪

ব্যর্থতার পেছনে লুকিয়ে থাকে সফলতা। শুধু ধৈর্য ধরতে হয়। কাজ করতে হয় একাগ্রচিত্তে। শাকিব খান সেটাই করেছেন। যদিও ১৯৯৯ সালের ২৮ মে যখন তার সিনেমায় পথচলা শুরু হয় তখন জানতেন না যে, তিনি হবেন শীর্ষ নায়ক। তবে চেষ্টা করেছেন। পাড়ি দিয়েছেন বন্ধুর পথ।

 ক্যারিয়ারের ২৩ বছর পূরণ হওয়ার মুহূর্তে সেদিনের কথা স্মরণ করলেন ঢালিউড কিং। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শুরুতে জানতাম না আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে। প্রথমদিকে আমার অভিনীত চলচ্চিত্রগুলোও খুব বেশি সাফল্য পায়নি, তারপরও হাল ছাড়িনি। ভুল থেকে শিক্ষা নিয়েছি, ব্যর্থতাকে সাফল্যের মতো প্রাধান্য দিয়েছি।’

এক দশকের বেশি সময় ধরে ঢালিউডের ‘সবেধন নীলমণি’ শাকিব খান। তিনি বিশ্বাস করেন, পরিশ্রম আর সততা থাকায় হয়ে উঠেছেন অপ্রতিদ্বন্দ্বী।

শাকিব লিখেছেন, ‘আমি সবসময় কঠোর পরিশ্রম, কাজের প্রতি আন্তরিকতা ও সততায় বিশ্বাসী। হয়ত এ কারণেই আজ এই অবস্থানে পৌঁছেছি। আমি আনন্দিত এই ভেবে যে, আমার কাজের মাধ্যমে মানুষকে বিনোদিত করতে পেরেছি এবং তাদের খুশি করতে পেরেছি।’

এই অবস্থানে আসার পেছনে পরিচালক-প্রযোজকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি শাকিব। কৃতজ্ঞতার সঙ্গে তাদের অবদানের কথা তুলে ধরে লেখেন, ‘অভিনয় জীবনে আজ পর্যন্ত যেসব পরিচালক, প্রযোজক, সহশিল্পী এবং ক্যামেরার পেছনে থাকা কলাকুশলীর সঙ্গে কাজ করেছি সবাইকে ধন্যবাদ। আমার ২৩ বছরের ক্যারিয়ারে তাদের অবদান অসামান্য! বিশেষভাবে আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ; যারা আমার সকল শক্তি ও অনুপ্রেরণার উৎস, তারা আমাকে এতোগুলো বছর ভালোবাসা ও সম্মান দিয়ে যাচ্ছে। আমার পরিবারের কাছেও কৃতজ্ঞ, তাদের চিরস্থায়ী সমর্থনের জন্য। সবার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা।’

শাকিব যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন একাধিক নায়ক ছিলেন। মান্না, রুবেল, ফেরদৌস, রিয়াজসহ আরও অনেকে। তাদের সঙ্গে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি এখন নাম্বার ওয়ান শাকিব খান। তার সমকক্ষ তৈরি হয়নি এখনও।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত