কোপা আমেরিকার ড্র: কোন গ্রুপে আর্জেন্টিনা-ব্রাজিল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৩, ১১:১৯ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:০২

দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সম্মানের কোপা আমেরিকার পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে। যেখানে কনমেবল থেকে ১০টি ও কনকাকাফ অঞ্চল থেকে ৬টি দল অংশ নিবে। শুক্রবার (৮ ডিসেম্বর) মায়ামিতে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকার ড্র।

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে সহজ গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে চিলি ও পেরুকে পেয়েছেন লিওনেল মেসিরা। গ্রুপের অপর দল হিসেবে জায়গা করে নিবে হবে কানাডা ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যে যেকোনো এক দল।

আর্জেন্টিনা সহজ গ্রুপে পড়লেও কিছুটা কঠিন গ্রুপে পড়েছে ব্রাজিল।  ‘ডি’ গ্রুপে কলম্বিয়া ও প্যারাগুয়েকে পেয়েছে সেলেসাওরা। তাদের সঙ্গে যোগ দেবে কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যে যেকোনো এক দল। 

আসরের উদ্বোধনী ম্যাচে ২০ জুন আর্জেন্টিনা খেলবে কানাডা বা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে। ১৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

কোপা আমেরিকা ড্র

গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা/ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

গ্রুপ বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা

গ্রুপ সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া

গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা/হন্ডুরাস

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত