কোন কিছু বুঝে উঠার আগেই কাউনিয়ায় অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ছাই
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ২১:১৩ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:২৭
কাউনিয়ায় হরিচরণ লস্কর গ্রামে সোমবার বিকালে ভায়াবহ অগ্নিকান্ডে আজিজুল ইসলামের বাড়ির সকল আসবাবপত্রসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমান প্রায় ৩লাখ টাকা।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে কোন কিছু বুঝে উঠার আগেই নিমিশেই আগুন ছড়িয়ে পড়ে ৩টি ঘর এবং ঘরে থাকা আসবাবপত্রসহ যাবতিয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা পৌছার আগেই সব কিছু শেষ হয়ে যায়। পরে তারা আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষনে কিছুই বাচান সম্ভব হয় নি।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষনিক ছুটে যান ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে। সাথে নিয়ে যান খাবার। আজিজুল ইসলামের স্ত্রীকে শান্তনা দেন তিনি। এরপর ৩বান টিন ও ৬ হাজার টাকা তাৎক্ষনিক বরাদ্দ দেন তিনি। নির্বাহী অফিসারের এই মানবিকতা দেখে সকলে অভিভুত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত