কোক স্টুডিওতে রুনা লায়লা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ১১:১৯ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬

আগামী জানুয়ারিতে শুরু হবে কোক স্টুডিওর  দ্বিতীয় সিজন। নতুন আয়োজনে গাইবেন উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। এরই মধ্যে রুনা লায়লার কাছ থেকে সবুজ সংকেতও পেয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। রুনা লায়লা নিজেও খবরটি নিশ্চিত করেছেন।

কোক স্টুডিও বাংলা প্রসঙ্গে রুনা লায়লা বললেন, ‘খুব চমৎকার উদ্যোগ। ভারত ও পাকিস্তানে অনেক দিন ধরে হচ্ছে। বাংলাদেশে শুরু হওয়াতে ভালো হচ্ছে। এই প্ল্যাটফর্ম গানগুলো নতুন করে সংগীতায়োজন করে প্রচারের উদ্যোগ নিয়েছে। সুন্দর আয়োজনে ভিডিও হচ্ছে। ভালোই হচ্ছে। এতে করে দেশের অনেক মেধাবী শিল্পী উঠে আসবে। বিশ্ব প্রেক্ষাপটে নিজেদের মেলে ধরতে পারবে।’

কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে গান গেয়েছেন মমতাজ, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মিজান, অর্ণব, পান্থ কানাই, তাহসান, অনিমেষ, বগা তালেব, ঋতুরাজ, কানিজ খন্দকার, জালালি সেট, মধুবন্তী বাগচী, নিগার সুমি, মাশা ইসলাম, নন্দিতা প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত