কেরানীগঞ্জে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু
গ্রামনগর বার্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১১:২৫ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯
প্রতীকী ছবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই বৃদ্ধ মারা গেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা বালুর মাঠ পাশ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে রেখা খাতুন জানান, তার বাবা পেশায় সিকিউরিটি গার্ড। মঙ্গলবার রাতে বসুন্ধরা বালুর মাঠ এলাকায় ডিউটিতে যাওয়ার সময় অজ্ঞাত ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে আহমেদকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।”
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত