কেরানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, পাঁচ জন দগ্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:১৩ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০২:৩৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাইটাইল এলাকায় একটি বহুতল ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হন। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– উমা চক্রবর্তী [৭৫], বীনা রানী [৫০], দেবা চক্রবর্তী [৩৫], পিনাট চক্রবর্তী [১৪] ও লিপি চক্রবর্তী [২৬]। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে সকাল সাড়ে ১০টায় চার জন এসেছেন। সবার অবস্থা আশঙ্কাজনক। সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, ‘উমার শরীরের ৯৫ শতাংশ, বীনা রানীর ৮৫ শতাংশ, পিনাটের ২৪ শতাংশ এবং দেবার ১৭ শরীরের শতাংশ দগ্ধ হয়েছে।’

অপর দিকে লিপি চক্রবর্তী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

লিপির ছেলে সঞ্জয় চক্রবর্তী জানান, সকালে রান্না ঘরে চুলা ধরানো সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা সবাই দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে আনা হয়।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত