এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

কেবল সরকার পরিবর্তন করেই জনগণের কল্যাণ সম্ভব নয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ১০:৫৩ |  আপডেট  : ৫ মার্চ ২০২৫, ২৩:৩৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সংবিধান এবং পুরোনো শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন করেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয়।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এ কথা বলেন।

সকাল ৭টা ৪০ মিনিটের দিকে গাড়ি বহর নিয়ে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। এসময় একাত্তরের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন তারা। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ বলেন, জাতীয় নাগরিক কমিটির প্রথম কর্মসূচি হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি। আজ থেকে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো। জাতীয় নাগরিক পার্টির প্রথম লক্ষ্য হচ্ছে সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃতি করা। তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যে ধরনের শর্ত পূরণ করতে হয় সেগুলো পূরণ করা। দ্রুত সময়ের মধ্যে তা পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রমে এগোবো। এই মাসের মধ্যে আমরা গঠনতন্ত্রের প্রণয়নের কাজটি শুরু করব।

নাহিদ বলেন,  ১৯৪৭ সালে আজাদি লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। এসব লড়াইয়ের আকাঙ্ক্ষা ধারণ করেই আমরা নতুন বাংলাদেশের বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন , ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও, আমাদের সার্বভৌমত্ব তা বার বার হুমকির মুখে পড়েছে। আমাদের গণতান্ত্রিক প্রচেষ্টাগুলো বার বার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি এক দলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। আমরা বলেছি, আমাদের একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে। তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

জুলাইয়ে গণহত্যাকারীদের বিচার চেয়ে এবং অর্ন্তবর্তী সরকারকে আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে, আমরা সেই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যেই কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের রাজনীতির ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং গত ১৫ বছর জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে।

এসময় জাতীয় স্মৃতিসৌধে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন ও আরিফুল আবীদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা নিভা, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহসহ দলের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত