কেন এমন বেশভূষায় এফডিসিতে সাকিব

  বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১০:৩১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৪৫

মাঠের সবুজ গালিচা পেরিয়ে গ্যালারিতে আছড়ে পড়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওভার বাউন্ডারি। বলের ঘূর্ণিতে ছত্রভঙ্গ হয় উইকেট।

এ তারকাকে ব্যাট আর বল হাতেই বেশি দেখা যায়। আর স্থানটা হয়ে থাকে স্টেডিয়াম। তবে দেশের এক নম্বর তারকাকে এখন পাওয়া যাচ্ছে লাইট-ক্যামেরার বিএফডিসিতে। 

হাতে নেই বল কিংবা ব্যাট। বরং ক্রিকেটীয় বেশভূষা ঝেরে ফেলে পরলেন অদ্ভুত এক যুবকের পোশাক। যেখানে মাথাভর্তি ঝাঁকড়া চুল, নাকের নিচে চিরল গোঁফ আর আস্তিন গোটানো শার্ট! দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। 

জানা যায়, বিজ্ঞাপনের শুটিং করতেই তার এফডিসিতে আসা। অংশ নিয়েছেন এক মোবাইল ফোন অপারেটরের শুটিংয়ে। যার শুভেচ্ছাদূতও তিনি। তাদের অ্যাপেরই বিজ্ঞাপনচিত্রের শুটিং হচ্ছে।

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। তার মুঠোফোনে যোগাযোগ করলেও সাড়া দেননি তিনি। তবে এফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, শুটিংটির কাজ সারা দিন ধরেই চলছে। আগামীকালের জন্যও বুকিং রাখা হয়েছে ফ্লোরটি।

এদিকে, মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক ও বেসরকারি যমুনা ব্যাংকের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সাকিব আল হাসান। তার দাবি, চুক্তি ভঙ্গ করে বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ ব্যবহার করেছে প্রতিষ্ঠান দুটি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত