কেন্দ্রে গিয়ে ভোট দিতে কবি-সাহিত্যিকদের আহবান জানিয়েছেন কাজী ছাব্বীর
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৪, ১৮:৪৫ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৪
কবি— সাহিত্যিকদের বৃহত্তম সংগঠন, জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদ এর প্রধান সমন্বয়ক কবি ও কলামিস্ট ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) দেশের গণতন্ত্র ও চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতি গুরুত্ব আরোপ করে বলেছেন, দুর্নীতি মুক্ত দেশ গঠনে দল—মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। যানজট মুক্ত হয়ে নির্বিঘ্নে যথা সময়ে জনগণের চলাচলের পথ সুগম করতে ঢাকা টু চট্টগ্রাম চার লেনের মহাসড়ক, পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিভিন্ন স্থানে ফ্লাইওভারসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন চলছে দেদারসে। কৃষি খাতে উন্নয়ন,বিদ্যুৎ ব্যবহারে আধুনিকায়ন, আধুনিক বিমানবন্দর, বঙ্গবন্ধু টানেল, মানবসম্পদসহ প্রভৃতি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের আমলে। অর্থনৈতিক মুক্তির বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপও প্রশংসনীয়। শক্ত হাতে জঙ্গিবাদ নির্মূল, রোহিঙ্গা পুনর্বাসন, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক উন্নয়ন আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
ফলে একটি মহল শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতি ঈর্ষান্বিত হয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়ে, গণ—মানুষের ভোটাধিকার প্রয়োগে নিরুৎসাহিত করছে। সরকার পরিবর্তন বা নির্বাচন বিতর্কিত হলে চলমান উন্নয়ন বন্ধ হয়ে যাওয়ার আশু সম্ভাবনা রয়েছে। তাই কোন ব্যক্তি বা পরিবার বা দলের স্বার্থে নয়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে, দেশের স্বার্থে, জনগণের কল্যাণে, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন । জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদ কর্তৃক আয়োজিত "গণতন্ত্র ও টেকসই উন্নয়নে সরকারের ধারাবাহিকতার অপরিহার্যতা" শীর্ষক আলোচনা সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক কাজী ছাব্বীর দেশের সকল কবি সাহিত্যিকদের প্রতি প্রত্যেকের ভাই—বোন, পাড়া—পরশি, আত্মীয়—স্বজনদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান। সভায় আলোচকগণ কবি সাহিত্যিকদের দীর্ঘদিনের প্রাণের দাবি সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে সাহিত্যকে সংযোজনের মাধ্যমে, "সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়" নামকরণ করে এর অধীনে "জাতীয় সাহিত্য অধিদপ্তর" প্রতিষ্ঠা করতে শেখ হাসিনার প্রতি জোরালো দাবি জানান।
সংগঠনের উপদেষ্টা কবি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মুখপাত্র কবি ও গল্পকার নীলা মল্লিকের পরিচালনায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত উম্মুক্ত আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, ছন্দ সম্রাট শাহী সবুর, শেখ জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম এ হালিম ঢালী, সমন্বয়কগণ কবি সাজেদা ডুলু, কবি শামীমা রোজী, কবি আরিফুজ্জামান জুলহাস, তাসমিন আহমেদ (শিমুল), গুলশান আরা (নীলা)সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি সাহিত্যিকগণ বক্তব্য রাখেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত