কেন্দ্রীয় যুবলীগের অর্থ সম্পাদকের বাবার মৃত্য

  মাহমুদুর রহমান (তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১৯:২৯ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৮:৫৬

কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেনের পিতা আলহাজ্ব দবিরউদ্দীন হাওলাদার (দবির মাষ্টার) মৃত্যুবরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর।

বৃস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের বাড়ী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামে। পেশায় তিনি একজন শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

 শুক্রবার বাদ জুম্মা মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। ভাঙ্গার সর্বোস্তরের মানুষ মাষ্টার দবিরউদ্দিন হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত