কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির জন্মদিনে বগুড়ায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরন
প্রকাশ: ১০ জুন ২০২১, ২২:১৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৫
ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনের জন্মদিন খাবার বিতরন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকনের জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা ছত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমনের আয়োজনে বৃহস্পতিবার বিকালে বগুড়া শহরের ষ্টেশন রোড়ে এলাকায় দু:স্থ, ছিন্নমূল ও সাধারণ মানুষের মাঝে উন্নতমানে খাবার বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন গাবতলী পৌর যুবদলের আহবায়ক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর হারুন আর রশিদ, জেলা ছাত্রদল নেতা আবুল্লহ-আল- নোমান, শহর ছাত্রদল নেতা আলিফ, সাগর, রিয়াদ, তন্ময়, মারুফ, সোহান, শান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা যুবায়ের আলী, আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা রনি আহমেদ, পাকুল্লা ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা মিনারুল ইসলাম প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত