কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন সাকিব-মেয়াদ বাড়লো বিসিবির নির্বাচকদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২১, ২১:৪৬ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:০৩

নানা সমালোচনার মাঝেও, মেয়াদ বাড়ানো হয়েছে বিসিবির নির্বাচক প্যানেলের। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকছেন নান্নু-বাশার প্যানেল।

এর আগে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনার মুখে পড়েন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার। বিশেষ করে সিরিজ চলাকালীণ সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন তারা। তবে দেশের ক্রিকেট বোর্ডের পরিচালকগণ আস্থা রাখছেন সাবেক দুই কৃতি ক্রিকেটারের ওপর।

মঙ্গলবার বোর্ডসভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আবারো মেয়াদ বাড়ছে নির্বাচক প্যানেলের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকছেন তারা। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর বসবে ভারতে।

সভায় আরো বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য বাংলাদেশ বিড করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যৌথভাবে আয়োজন করার চেষ্টা করবে বিসিবি।

এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা বিড করবো। ওটা আমরা এককভাবে আয়োজন করতে পারবো। তবে ওয়ার্ল্ড কাপ এবং টি-২০ বিশ্বকাপের জন্য যৌথভাবে বিড করবো। এর জন্য এশিয়ার যে দেশগুলো আছে বিশেষ করে শ্রীলঙ্কা, ভারত, তাদের সঙ্গে আমরা কথা বলবো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে গেল বছরের চুক্তিতে ছিলেন না তিনি।

জুয়াড়ির ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় ২০১৯ সালের অক্টোবরে সবধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। শাস্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর গেল বছরের শেষের দিকে ফেরেন মাঠে। সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলেছেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার।

তবে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে আবারো বিতর্কিত কর্মকাণ্ড করে সমালোচনার মুখে সাকিব। আবাহনী-মোহামেডান ম্যাচে তার করা এলবিডব্লিউর আবেদনে সাড়া না দেয়ায়, স্ট্যাম্পে লাথি মারেন তিনি। এরপর বৃষ্টির কারণে আম্পায়ার ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিলে স্ট্যাম্প উপড়ে ফেলেন সাকিব। শাস্তিস্বরূপ ঘরোয়া ক্রিকেটে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানা করা হয় তাকে।

তবে ঘরোয়া ক্রিকেটে তার এমন আচরণের প্রভাব পড়েনি কেন্দ্রীয় চুক্তিতে। ফিরেছেন টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটের চুক্তিতেই। আগের মতোই, চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরি এ প্লাস-এ থাকছেন সাকিব।

দীর্ঘদিন পর চুক্তিতে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। এছাড়া নতুন করে চুক্তিতে যুক্ত হয়েছেন তরুণ অলরাউন্ডার শেখ মেহেদি।

জাতীয় ক্রিকেট দলের মতোই আরো একটি ছায়া দল গঠন করা হবে। দলটির নাম হবে বাংলাদেশ টাইগারস। জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

জাতীয় দল থেকে ছিটকে পড়া ক্রিকেটাররা যাতে বছরের পুরো সময়ে প্র্যাকটিস সহ সবধরণের সুযোগ সুবিধা পান, সেজন্যেই এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি। জাতীয় দলে ক্রিকেটার যোগান দেয়া এবং বিকল্প ক্রিকেটার তৈরি রাখাই হবে বাংলাদেশ টাইগারস দল গঠনের মূল লক্ষ্য।

এর আগে বিভিন্ন সময়েই অভিযোগ উঠে, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা ঠিকমতো প্র্যাকটিস করারও সুযোগ পাননা। দল থেকে বাদ পড়লেই বন্ধ হয়ে যায় জিম সহ অন্যান্য সুযোগ-সুবিধাও। তবে সেসব যাতে নিশ্চিত থাকে সেজন্যই জাতীয় দলের বাইরেও, যারা নির্বাচকদের রাডারে থাকবেন তাদেরকে নিয়েই গঠন করা হবে দলটি। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর নির্দেশনা অনুযায়ী স্থানীয় কোচদের অধীনে অনুশীলন করবেন তারা।

এ বিষয়ে গণমাধ্যমে পাপন বলেন, একটা শ্যাডো ন্যাশনাল টিম গঠন করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মিটিংয়ে সেটি এপ্রুভ করা হয়েছে। বাংলাদেশ টাইগারস নামে হবে দলটি। জাতীয় দলের বাইরে যাওয়ার পর অনেকেই হয়তো প্র্যাকটিস ফ্যাসিলিটি পায়না। তারা যাতে সারাবছর সব ফ্যাসিলিটি পায়, নিজেদেরকে যেন আবারো জাতীয় দলের জন্য প্রস্তুত করতে পারে, সেজন্যেই আমরা এমন ব্যবস্থা নিচ্ছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত