কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন আহমেদ আর নেই
প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ১৮:৫১ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৩
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য গিয়াসউদ্দিন আহমেদ গিয়াস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রবিবার দুপুর সাড়ে ১১টায় ঢাকার মিরপুর পাইকপাড়া স্টাফ কোয়াার্টারের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। । গিয়াসউদ্দিন আহম্মেদের ছোট ভাই মোঃ ফরমান এ তথ্য নিশ্চিত করেন। গিয়াসউদ্দিন আহম্মেদ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন তিনি।
সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক গিয়াসউদ্দিন আহম্মেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। রবিবার সন্ধ্যায় তার মরদেহ সিরাজদিখানে নিয়ে আসলে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্রে জানা গেছে, মো. গিয়াসউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর পর তার লাশ স্বজনরা গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর নিয়ে আসলে এলাকায় কান্নার রোল পড়ে যায়। আত্মীয় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। সাবেক এই ছাত্র নেতার জানাজা বাদ মাগরিব উপজেলার খিদিরপুর জামে মসজিদ ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, লতব্দি ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, বালুচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, লতব্দী ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজ ফজলুল হক, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, উপজেলা ছাত্রীলীগের সাবেক সভাপতি শেখ মনির হোসেন মিলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত