কেউ বলে দেয়নি

  রেজাউদ্দিন স্টালিন

প্রকাশ: ৮ জুলাই ২০২১, ১২:৫২ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৩

বৃক্ষকে কেউ বলে দেয়নি
পত্র পল্লবে বিকশিত হও
নদীকে হাত ধরে কেউ
 হাঁটতে শেখায় না
পাখির কোনো পাঠশালা নেই
যে তাকে উড়তে প্রশিক্ষণ দেবে
ডালিমকে কেউ কানে কানে বলেনি
তুমি সুন্দরের উপমা হও

যে অশ্রু আত্মাকে পবিত্র করে
এবং বৃষ্টি মাটিকে
অভিজ্ঞতা বাড়িয়ে তোলে প্রজ্ঞা
সবই কি সহজাত

হৃদয়ের ভাষা বুঝতে সারাজীবন লেগে যায়
আর ভালোবাসা এক অন্তহীন শিক্ষা
যা কোনো বইতে নেই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত