আগ্রহ কমেগেছে কৃষকের
কৃষি বিভাগের উদাসিনতায় কাউনিয়ায় কমে যাচ্ছে গম চাষ
প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১৮:৫৯ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২২:১০
তামাকের ক্ষতিকর দিক বিবেচনা করে বিকল্প ফসল হিসেবে কাউনিয়ায় চরা লের চাষিরা গম কে বেছে নিয়ে ছিল। চলতি মৌসুমে কৃষি বিভাগের উদাসিনতায় কমে গেছে গম চাষ। এছারাও বৈরী আবওহাওয়া, পোঁকার আক্রমনে ফলন কম আর ধানের দাম বেশী হওয়ায় কাউনিয়ায় গম চাষে বিমূখ স্থানীয় চাষিরা।
সরেজমিনে উপজেলার চরা লসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বর্তমানে আলু, মরিচ, রসুন, পিয়াজ, মিষ্টি কুমড়া, ভুট্রা অধিক লাভ জনক ফসল হওয়ায় উপজেলায় চাষিরা দিনদিন গম চাষ ছেরে দিচ্ছে। গত বছর কাউনিয়া উপজেলায় চাষযোগ্য প্রায় ৯হাজার হেক্টর জমির মধ্যে গম চাষ হয়েছে মাত্র ২৪০ হেক্টর। কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছিল ২৪৫ হেক্টর অর্জন হয়েছে মাত্র ২৩০ হেক্টর। মাঠের অবস্থা বিবেচনায় সেটিও হয়তো কাগজে কলমে। উপজেলায় ৮১০ জন চাষিকে সরকারী প্রনোদনা দেয়া হয়েছে। সরকার বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিলেও উপজেলার চাষিদের গম চাষে ফিরিয়ে আনা যাচ্ছে না। অথচ একসময় উপজেলার ২৯টি চরা লে প্রায় দুই হাজার ৫শত হেক্টর জমিতে গমের চাষ হতো সেখানে এখন কৃষি বিভাগের উদাসিনতা ও সঠিক সময় প্রনোদনার মালামাল সরবরাহ না করায় গমের ক্ষেত চোখেই পড়ে না।
কারন হিসেবে চর গদাই এলাকার গম চাষী গফুর আলী জানান গম চাষ করে এখন আর আগের মতো লাভ হয়। আর কৃষি বিভাগ সময় মতো বীজ সার দেয় না, এবং যাদের প্রনোদনা দেয় তারাও গম চাষ করে না। ঢুসমারা চরের কৃষক কোব্বাত আলী জানান গম চাষ করে যে লাভ হয় তার চাইতে বেশী লাভ হয় মরিচ, আলু পিয়াজ রসুন চাষ করে তাই গম চাষ বাদ দিয়েছি।
কৃষি কর্মকর্তা মোছাঃ শাহনাজ পারভীন জানান চলতি মৌসুমে উপজেলায় ২৩০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। কৃষকরা এখন ভুট্রা চাষের দিকে ঝুঁকে পড়েছে। তিনি জানান চলতি মৌসুমে উপজেলায় ৪০টি গমের প্রদর্শনী করা হয়েছে এবং গম চাষ বাড়ানোর জন্য ৮১০ জন চাষীকে কৃষি প্রনোদনা দেয়া হয়েছে। আশাকরি আগামী মৌসুমে গমের চাষ আরও বাড়বে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত