কৃষকলীগ নেতার হাতে চুড়ি পরিয়ে দিলেন আওয়ামী লীগ নেতা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১৮:৩৯ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:৩৬
বাগেরহাটের কচুয়া উপজেলায় পরাজিত প্রার্থীর সমর্থকের বাড়ীতে গিয়ে জোর করে চুরি পরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। গত ২০ নভেম্বর (শনিবার) ইউপি নির্বাচনে কচুয়া সদর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রার্থী সেলিনা বেগম হেরে যাওয়ার পর সোমবার (২২ নভেম্বর) বিকালে তার কর্মী সমর্থক গিমটাকাঠি গ্রামের মোঃ মোশারেফ হোসেন এর বাড়ীতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মোশারেফ শেখ। এসময় তিনি ঘটনার সাথে জড়িতদের বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে কান্নায় ভেঙ্গে পরেন।
লিখিত বক্তব্যে মোশারেফ শেখ বলেন, আমি কচুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কৃষকলীগের সাবেক সভাপতি। গত ২০ নভেম্বর কচুয়া উপজেলা সদর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আমি ১,২, ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থী সেলিনা বেগমের কর্মী সমর্থক হিসাবে কাজ করি। কিন্তু সেলিনা বেগম নির্বাচনে হেরে যাওয়ার পর বিজয়ী প্রার্থী মোহিনি বেগম পক্ষে কচুয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক বালী শোকরানা রব্বানি আজাদ ওরফে আজাদ বালি ও তার সমর্থরা আমাকে হুমকী-ধামকি অব্যাহত রাখে। এক পর্যায়ে সোমবার (২২ নভেম্বর) বিকালে আজাদ বালি, ইকতিয়ার হোসেন, শহিদুল শেখসহ ১৫/২০ জন লোক আমার বাড়ীতে এসে হুমকী-ধামকি দিতে থাকে। এসময় আমার স্ত্রী ও পুত্রবধুসহ পরিবারের অন্যান্য সদস্যদের সামনে জোর করে আজাদ বালির নির্দেশে ইকতিয়ার হোসেন আমার হাতে চুড়ি পরিয়ে দেয়। এরপর ঘটনা জানাজানি হলে গ্রামের লোকজন চুড়িপড়া লোক দেখতে আমার বাড়ীতে ভীড় জমাতে থাকে। (৭১) বছর বয়েস আমার। এই অপমান সহ্য করে কি ভাবে আমি গ্রামে বসবাস করবো, আপনারাই বলেন!
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, শুধু আমাকে অপমান করা নয়। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) আজাদ বালি ও তার লোকজন গ্রামের সাহাপাড়া এলাকার খোকন সাহা, পলাশী রানী সাহা ও সুশান্তকে মারধর করে। তাদের অপরাধ ছিলো তারা সেলিনা বেগমের সমর্থক ছিলেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বালী শোকরানা রব্বানি আজাদ বলেন, এই ধরণের ন্যাক্কার জনক ঘটনা আমার নির্দেশে ঘটেনি। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই নাটক সাজানো হয়েছে। যদি এ ধরণের কোন ঘটনা ঘটে থাকে আমি তার তীব্র নিন্দা জানাই। দোষীদের শাস্তির দাবি করি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত