কৃষকদের এবং কৃষি উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ করা হবে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৫ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:৫১

কৃষক ও কৃষির উন্নয়নে ৫০ প্রকল্পের ধারণাপত্র (পিসিপি) যাচাই করা হচ্ছে, যা থেকে নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ।

মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য এম. আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী এ কথা জানান।

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, সমগ্র দেশের প্রান্তিক কৃষকদের এবং কৃষি উন্নয়নের লক্ষ্যে ৫০টি প্রকল্প ধারণাপত্র (পিসিপি) যাচাই করা হচ্ছে, যা থেকে নতুন প্রকল্প গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, কৃষক এবং কৃষির উন্নয়নে নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে— ২.২৭ কোটি কৃষককে স্মার্ট কার্ড প্রদান, ১০ লাখ কৃষককে উত্তম কৃষি চর্চার প্রশিক্ষণ প্রদান, ৫০ লাখ কৃষককে সম্প্রসারণ প্রদান সহায়তা, উন্নয়ন সহায়তা ও ঋণ সহায়তা প্রদান, ২০ হাজার কৃষি উদ্যোক্তা সৃষ্টি, ১০ অ্যাক্রেডিটেশন ল্যাব স্থাপন, ১০ লাখ হেক্টর জমিতে সেচ উন্নয়ন, ২ লাখ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের এডপশন, ক্লাইমেট স্মার্ট ও কৃষির প্রবর্তন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই অধিবেশনে সভাপতিত্ব করেন। 

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত