কৃষকদলের বার্ষিকীতে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১৯:২৬ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩
জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট শহরের সম্মিলনি মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে কৃষকদলের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
বাগেরহাট জেলা কৃষকদলের আহবায়ক আসাফউদ্দৌলা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক ফকির তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আসাদুজ্জামান, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শাহেদ আলী রবি,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরো, সাবেক যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি হাওলাদার আব্দুল মান্না, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, বিএনপি নেতা শহিদুল ইসলাম স্বপন, শ্রমিক নেতা এলাহী মল্লিক আলম, যুবদলের পৌর সদস্য সচিব গোলাম রসুল মুন্না ,সেচ্ছাসেবকদল নেতা জয়নাল পারভেজ সুমন, প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুবক্কর সিদ্দিক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত