কৃতি ও প্রভাসের প্রেমের গুঞ্জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ১৩:৩১ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৪৮

বেশ কিছুদিন ধরে প্রভাস আর কৃতির ‘প্রেম’ নিয়ে বলিপাড়ায় ফিসফাস চলছে। প্রভাস নাকি ‘আদিপুরুষ’ ছবির সেটে হাঁটু গেড়ে বসে কৃতিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। আর কৃতির হৃদয়ে নাকি এই দক্ষিণি সুপারস্টারের জন্য প্রেম বাসা বেঁধেছিল। এমনকি ‘আদিপুরুষ’ মুক্তির পর তাঁদের বাগদান হবে—এমন জল্পনাও ছিল তুঙ্গে। আরও গুঞ্জন ছিল, দুই পরিবারের সম্মতিতে তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। এত দিন দুই তারকা এ নিয়ে টুঁ শব্দটি খরচ করেননি। তবে অবশেষে মুখ খুলেছেন কৃতি। সম্প্রতি তিনি এক পোস্টের মাধ্যমে সব গুঞ্জনের জবাব দিয়েছেন।

নেট দুনিয়ায় কৃতি শ্যাননের এক পোস্ট হু হু করে ছড়িয়ে পড়ছে। এখন প্রশ্ন, পোস্টে কী এমন লিখেছেন এই বলিউড নায়িকা? কৃতি তাঁর ইনস্টাগ্রাম স্ট্যাটাসে সব গুজবের দিকে ইশারা করে লিখেছেন, ‘এটা না ভালোবাসা, আর না-ই জনসংযোগ। রিয়ালিটি শো-তে আমাদের “ভেড়িয়া” একটু বেশি উত্তাপ ছড়িয়ে পড়েছিল। আর তার এই ঠাট্টা মজাদার গুজব হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে।’

৩২ বছরের এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘কিছু পোর্টাল আমার বিয়ের দিন ঘোষণা করার আগেই আমাকে “বাবল” ফাটাতে দিন। এসব গুজব সম্পূর্ণ অর্থহীন।’ তিনি তাঁর পোস্টের শেষে হাত জোড় করা ইমোজি দিয়েছেন।

কয়েক মাস ধরেই প্রভাস আর কৃতির প্রেম নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল। আর এই গুঞ্জনকে সম্প্রতি আরও উসকে দেন বলিউড নায়ক বরুণ ধাওয়ান। সম্প্রতি বরুণ আর কৃতির ‘ভেড়িয়া’ ছবিটি মুক্তি পেয়েছে। এ ছবির প্রচারণার জন্য বরুণ আর কৃতি রিয়েলিটি শো ‘ঝলক দিখ লা যা’-র মঞ্চে গিয়েছিলেন। 

এই মঞ্চে দাঁড়িয়ে বরুণ বলেছিলেন যে কৃতির নাম কারোর হৃদয়ে আছে, আর সে মুম্বাইতে থাকে না। সে এখন দীপিকা পাড়ুকোনের সঙ্গে শুটিং করছে। বরুণের এ কথা শুনে এ রিয়ালিটি শোয়ের বিচারক তথা চিত্রনির্মাতা করণ জোহর অবাক হয়ে গিয়েছিলেন।

কৃতির মুখ তখন লজ্জায় লাল হয়ে গিয়েছিল। কারও বুঝতে বাকি ছিল না যে বরুণের ইশারা প্রভাসের দিকে ছিল। এ রিয়ালিটি শোয়ের মঞ্চ থেকেই প্রভাস-কৃতির বিয়ের গুজব আরও শক্তপোক্ত হয়।

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবিতে প্রভাস আর কৃতির জুটিকে দেখা যাবে। প্রভাস আসছেন প্রভু রাম রূপে আর কৃতিকে দেখা যাবে সীতার ভূমিকায়। লঙ্কাপতি রাবণের চরিত্রে আছেন সাইফ আলী খান।

এই ছবির টিজার ইতিমধ্যে মুক্তি পেয়েছে। কিন্তু টিজার মুক্তির পর ‘আদিপুরুষ’কে ঘিরে নানা বিতর্ক দানা বাঁধে। বিশেষ করে এই ছবির ভিএফএক্সের দিকে আঙুল উঠেছে। তাই নির্মাতারা ছবির কিছু অংশ বদলানোর কাজে এখন ব্যস্ত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত