কুশীলবরা কই
প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ০৯:০২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:০০
কিছু খুনীর ফাঁসি হয়েছে
তাতেই কি সব শেষ ?
অনেক প্রশ্ন বুকে চেপে রেখে
জানতে চাই অবশেষ ।
দেশকে যারা দোজখ বানালো
তন্ত্র মন্ত্রের নামে ;
মুজিব খুনে এক হয়েছিল
ডানে কিংবা বামে ;
সেনা ও সাদা, দেশে-বিদেশে
সেই ঘাতকের দল;
জোট বেঁধেছিল বাংলা দখলে
খুন ছিল কৌশল ।
পেছনের সেই কলকাঠি নাড়া
কুশীলবরা গুলো কই ?
তাঁদেরও ফাঁসির দাবি নিয়ে তাই
রাজপথে জেগে রই ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত