কীসের পেছনে ছুটছেন সাকিব?

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৬ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:২৭

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান প্রায়ই আলোচনায় উঠে আসেন। সম্প্রতি তেমনই ভাইরাল হয়েছে তার পেইজ থেকে আপলোড করা ছোট একটি ভিডিও ক্লিপ। কয়েক সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যায় গহীন জঙ্গলে কিছু একটা ধরার জন্য ছুটছেন সাকিব। কীসের জন্য এবং কী পাওয়ার জন্য সাকিবের এই প্রাণপণ দৌড়, তাই নিয়েই আলোচনা এখন তুঙ্গে। 

সোশ্যাল মিডিয়ার অনেকেই ভিডিওটি শেয়ার করছেন এবং ক্যাপশনগুলোও বেশ মজার: ‘আবার কী হলো?’ ‘কই যাচ্ছে সাকিব?’, ‘টাইগার কি বাঘরে ধাওয়া করতেছে নাকি?’, ‘আর কতো দৌড়াইবেন বস্?’ ইত্যাদি। 

ভিডিওর কমেন্ট সেকশনেও থাকছে ভক্তদের নানারকম জিজ্ঞাসা ও অনুমান নির্ভর কমেন্টস। কিন্তু আসলেই কী হচ্ছে? আর এই ভিডিওর রহস্যই বা কী! এ ব্যাপারে জানার জন্য সাকিব আল হাসানকে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায় নি। সম্ভবত বিপিএল নিয়ে ব্যস্ততায় তিনি মোবাইল ফোন থেকে দূরে আছেন।

মাঠের বাইরে সবসময়ই সাকিবকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে। তবে এবার কী এমন হলো অনেকেই বুঝে উঠতে পারছেন না। ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত আছেন এই অলরাউন্ডার। তবে কী এটি তার নতুন কোনো ব্র্যান্ডের প্রচারণা? জানার অপেক্ষায় সকলেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত