কিউইদের নেতৃত্বে ল্যাথাম, বাংলাদেশের বিপক্ষে নেই সেই এজাজ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১০:৪৪ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬

বাংলাদেশের জন্য দুই টেস্টের সিরিজের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা করা হয়েছে। চোটে পড়ে সিরিজে নেই অধিনায়ক কেইন উইলিয়ামসন। তাঁর জায়গায় কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। তিনি গত সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে টি–টোয়েন্টি সিরিজেও নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন।

কনুইয়ের চোটে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে খেলতে পারেননি উইলিয়ামসন। সে সময়ই কোচ গ্যারি স্টিড ইঙ্গিত দিয়েছিলেন, উইলিয়ামসন হয়তো একটা লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন। আরব আমিরাতে টি–টোয়েন্টি বিশ্বকাপের সময়ই কনুইয়ে চোট পেয়েছিলেন কিউদের নিয়মিত অধিনায়ক।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অনুপস্থিত বাঁ হাতি স্পিনার এজাজ প্যাটেল। ক’দিন আগেই ভারতের বিপক্ষে টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন এজাজ। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের একমাত্র স্পিন বোলার রচিন রবীন্দ্র।

দলে ফিরেছেন ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। টি–টোয়েন্টি বিশ্বকাপের পরপরই জেব সুরক্ষা বলয়ে থাকার ক্লান্তি থেকে মুক্তি পেতে ভারত সফরে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বোল্ট। বাংলাদেশের বিপক্ষে ফিরছেন ডেভন কনওয়ে। টি–টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ে বড় অবদান ছিল তাঁর। কিন্তু ফাইনালে খেলতে পারেননি নিজের ব্যাট দিয়ে লাগা আঘাতেই। এ ছাড়াও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল নিল ওয়াগনারও দলে ফিরেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর। ভারতের মাটিতে বাজে সময় কাটানো অভিজ্ঞ রস টেলর বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ড দলে নিজের জায়গা ধরে রেখেছেন। কলিন ডি গ্র্যান্ডহোম জায়গা পাননি। নেওয়া হয়েছে ড্যারিল মিচেলকে।

টিম সাউদি, কাইল জেমিসন, নিল ওয়াগনর, ম্যাট হেনরিদের নিয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে গতি আক্রমণকেই কাজে লাগাবে নিউজিল্যান্ড। নতুন বছরের প্রথম দিনই মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ং, রস টেলর, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনর, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত