কাশিমপুর কনডেম সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ-লিয়াকত
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৩ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০
গাজীপুর প্রতিবেদক: মেজর (অব.) সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে প্রিজনভ্যানে করে তাদের ওই কারাগারে নেওয়া হয়। সেখানে তাদের রাখা হয়েছে কনডেম সেলে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বুধবার ওসি প্রদীপ ও লিয়াকতকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে পাঠানো হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের বহনকারী প্রিজনভ্যানটি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এসে পৌঁছায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত