কালীগঞ্জে ১২৩ ফুট উঁচুতে বঙ্গবন্ধুর ভাস্কর্য!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ এপ্রিল ২০২১, ২১:৩৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩

ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উচ্চতায় বসানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। কালীগঞ্জ উপজেলার শমসের নগরে এই টাওয়ারটি স্থাপন করছেন ডা. রাশেদ শমসের ও তার পরিবার।

শমসের নগরের সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজে স্থাপন হওয়ায় এ ভাস্কর্যের নাম দেওয়া হয়েছে ‘দ্য স্ট্যাচু অব স্পিচ অ্যান্ড ফ্রিডম’। এটির ডিজাইন করেছেন বুয়েটের ইঞ্জিনিয়ার কীর্তিবাস রায় ও আজাদ রানা। ভাস্কর্য ও জাদুঘর বাস্তবায়নে নিয়োজিত আছেন সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, কলেজের সভাপতি ডা. রাশেদ শমসেরসহ আয়োজকরা।

শমসের নগর সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ড. রাশেদ শমসের বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধু জাদুঘরের জন্য ২০টি আবক্ষ ভাস্কর্য এবং ‘দ্য স্ট্যাটু অব স্পিচ অ্যান্ড ফ্রিডম’-এর মূল নকশা অনুযায়ী সব কার্যক্রম কিছুদিনের মধ্যেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি বলেন, মূলত এই টাওয়ারে এটাই বোঝানো হয়েছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ ফুট এবং ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল মুক্তিযুদ্ধ পর্যন্ত ২৩ বছরকে ২৩ ফুট ধরা হয়েছে। মোট ১২৩ ফুট উপরে ভাস্কর্যটি স্থাপন করে মূল বিষয়বস্তু হিসেবে বোঝানো হয়েছে। ৮ তলা বিশিষ্ট ১২৩ ফুট উচ্চতায় এই টাওয়ার নির্মাণ করে তার উপরে জাতির পিতার ভাস্কর্য বসানো হয়েছে। এ টাওয়ার নির্মাণে এ পর্যন্ত প্রায় ৬০-৭০ লাখ টাকা ব্যয় হয়ে গেছে। কাজ শেষ হতে আরো কাটার পরিমাণ বাড়তে পারে।

তিনি আরও বলেন, এই টাওয়ারে ১২৩ ফুট উপরে বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো হয়েছে। এতো বেশি উচ্চতায় কোনো রাষ্ট্রনায়কের ভাস্কর্য স্থাপন বিশ্বে এটিই প্রথম বলে দাবি করেন তিনি।

স্থানীয় বাসিন্দা মোছা. নর্গিস খাতুন বলেন, আমি কখনও এতো বড় টাওয়ার দেখিনি। শমসেরনগর গ্রামের ১২৩ ফুট উচ্চতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ কাজ শেষ হলে এটি দেখতে অনেক সুন্দর হবে। তখন বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ এই টাওয়ার দেখার জন্য আমাদের গ্রামে আসবে।  

ওই গ্রামের ছাত্র রাকিব হাসান বলেন, দেশের অন্য এলাকায় যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে কথা হয়। সেখানে কালীগঞ্জে এমন একটি স্থাপনা সত্যিই নজর কাড়ার মত। জাতির পিতার এই সম্মান দিতে পেরে আমরাও আনন্দিত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত