কালপুরুষ

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১৪:০০ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:১২

অনিল সেন
---------------


ভাবনার আলোয় 
হেঁটে যায় রবীন্দ্রনাথ
বিরাগীর বেশে
কর্মের দৃপ্ত গতিতে
এগিয়ে আসে নজরুল
দু'হাত বাড়িয়ে
ভাবনাগুলো গুলিয়ে 
দিতে চায়
মোহমেঘ কেটে যায় 
পরিশেষে
ধেয়ে আসে মকরন্দ স্বাদ
মন্দাকিনী
গগনে গগনে ধায় হাঁকি
ঝাঁকড়া চুলের বাবরি 
দোলে
কখনো রবীন্দ্রনাথ কখনো নজরুল
অঙ্গরূহের ঝাঁকুনি
বারবার আঘাত হানে
মগ্ন চৈতন্যে 
অক্ষত রয়ে যাই
ভাবসূর্যের গরিমায়
দেখি সৃষ্টির ওপার
জীবন-কর্ম ডিঙ্গিয়ে
সামনে অন্য এক সৃষ্টিলোক
না রবীন্দ্রনাথ না নজরুল
গহীন আলোর অন্ধকারে
দাঁড়িয়ে থাকে এক কালপুরুষ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত